No icon

শেষ পেরেক

আফরোজা হীরা 
~~~~~~~~~~~~
দুকূল ভরে দেবার আশ্বাসে- শুষে নিলে সব।
আমার অপেক্ষার কফিনে শেষ পেরেক ঠুকে
হেটে গেলে তুমি বুকের উপর দিয়ে, 
বিশ্বাসের শেষ নিঃশ্বাসটুকুও নিভিয়ে দিলে- নিষ্ঠুর পদাঘাতে।
চোখের কোণে কালো মেঘ এসে ধুয়ে দিলো শখের কাজল।
অভিমান যেখানে মূল্যহীন,সেখানে অভিযোগ থাকতে নেই। 
হৃদয়ের মধ্যখানে একটা কবর রচেছিলাম- 
কেবলমাত্র তোমার তরে,
রোজকার অনাদর অবহেলা সেখানে কবর দিয়েছি থরে থরে।
ভুলের স্তূপে ভরেছো সে গর্ত বহু আগেই।
তবু লতার মত জড়িয়ে থেকেছি পায়ে পায়ে
সেই সুযোগে বারবার পিষেছ কোমল হৃদয়, 
আজ আর উঠে দাঁড়াবার সাধ্য কোথায়!

Comment As:

Comment (0)